ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মনোহরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:৩৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জ থানার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে‍‍`র সভাপতিত্বে থানার মাঠ প্রাঙ্গনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এসএম মুনসুর, মো. মঞ্জুরুল আলম মজনু, সাবেক আহবায়ক ইউসুফ ভূঁইয়া, জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ নুরুন্নবী, হেফাজত ইসলামের মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সহিদ উল্লাহ, ইসলামী আন্দোলন প্রতিনিধি নেছার উদ্দিন সুমন, ইসলামী ফাউন্ডেশন এর সুপারভাইজার ওবায়েদুল হক তারেক, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মো. তানজিল সোহেলসহ প্রমুখ।

মনোহরগঞ্জ থানা এসআই আক্তারুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন তদন্ত অফিসার মো. আনোয়ার হোসেন, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সকল শ্রেনী পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রীতির মনোহরগঞ্জে অতীতেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতায় কোন ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না। কাউকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান। সামাজিক মূল্যবোধ সহ সকল শ্রেনী পেশার মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমেই সম্প্রীতি তৈরী হবে। সমাবেশে আলোচনা শেষে অতিথিগণ র‌্যালী করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।