ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

অভিমানেই মৃত্যু

নাটোরে মায়ের ওড়না গলায় পেঁচিয়ে চিরবিদায় সাব্বির

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত

নাটোর সদর উপজেলারা ধরাইল বড় মসজিদ পাড়ায় এলাকায় অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে সাব্বির হোসেন নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ৫ নভেম্বর সন্ধ্যায় ধরাইলের নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির চলতি বছরের ধরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ শ্রেনীর বার্ষিক পরীক্ষা শেষ করেছেন। সাব্বির হোসেন (১১) ধরাইল গ্রামের বেলাল হোসেনের ছেলে।

নিহত সাব্বিরের স্বজন ফরহাদ হোসেন জানান, মোবাইল না দেওয়ায়, বাড়ির লোকদের সাথে তর্কাতর্কি হয়। এরপর সাব্বির সবার অগোচরে নিজ ঘরে চাতালের সাথের তিরে ওড়না পেঁচিয়ে ফাঁসি নেয়। এসময় সাব্বিরের ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে সারা না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে ঝুলে থাকতে দেখতে পাওয়া যায়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

নাটোর সদর থানার সাব ইন্সপেক্টর প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।