ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৭:০২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার  চান্দুরা বাইপাস এলাকা থেকে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে ছিল বিভিন্ন প্রকার সিগারেটের ৬৪৬ কার্টুন, ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার চশমা ১ হাজার ৩৭০ পিস, ভারতীয় জনসন বেবি সোপ ১ হাজার ৭৫০ পিস, ভারতীয় কাবেরী মেহেদী ২ হাজার ৮৭০ পিস এবং ভারতীয় ওট ৬৩ কেজি।

সিগন্যালস বিজিবি-২৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে লেফট্যান্টে কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, শুক্রবার ভোররাতে ৪৩ লক্ষ ৭৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করা হয়। চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।