ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নন্দীগ্রাম-শেরপুর সড়কে দুর্ঘটনায় কিশোর নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৮:১৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল প্রাণ। শাকিল আহম্মেদ (১৭) নামের কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নন্দীগ্রাম-শেরপুর আঞ্চলিক সড়কে চলন্ত মোটরসাইকেলের সঙ্গে নসিমনের সংঘর্ষে মারা গেছে কিশোর।

শুক্রবার দুপুরে শেরপুর উপজেলার কেল্লাপোষী বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেল চালক শাকিল। সে উপজেলার কুসুম্বী পশ্চিমপাড়ার গোলাম হোসেনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

শেরপুর থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেন জানান, বেপরোয়া গতির মোটরসাইকেলের চালক ছিল ওই কিশোর। কেল্লাপোষী বাজারে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। চালক শাকিল রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।