সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি এই আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দীন এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সচিব ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য মজিবুর রহমান, ইউপি সদস্য কবীর মিয়া, মো. রবিউল, শাহীন খান, কৃষক মো. মজিবুর রহমান প্রমুখ।
ওই ইউনিয়নের তিনটি হাওরের ফসলরক্ষা বাধের ২৮টি প্রকল্প কাজের বিপরীতে ৮০টি পিআইসির আবেদন জমা পড়েছে বলে সভায় অবগত করা হয়।
এছাড়া আবেদনকারীদের জমির পরিমাণ ও তারা স্থানীয়ভাবে কৃষক কীনা তা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।