পার্বত্য এলাকা বান্দারবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা কক্সবাজার এরিয়া ৩৪ বিজিবি`র অধীনস্থ ঘুমধুম বিওপি`র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
সীমান্তের ৩৪নং পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরের মক্করটিলা নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি। গত বুধবার রাতে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)`র দায়িত্বপূর্ণ এলাকায় বাইশফাঁড়ী বিওপি`র জোয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা বড়ি উদ্ধার করেন।
বিজিবি`র প্রেরিত এক-প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী`র নেতেৃত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপির টহল দল অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, উদ্ধারকৃত মাদক সীমান্তের মাদক পাচারকারীগণ অবৈধ পন্থায় পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে এনে অন্যত্র পাচারের জন্য চেষ্ঠা করেছিল। বিজিবি`র বিচক্ষণতার কারণে মাদক পাচারকারী চক্র সফল হতে পারেনি। সেক্ষেত্রে এ রকম অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :