ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার বড়লেখায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজার (বড়লেখা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৯:৪৬ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের বড়লেখায় দুই যুবককে ১২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে  উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মহদিকোনা এলাকার কালা মিয়ার ছেলে টিটুল আহমদ ও একই এলাকার লিয়াকত আলীর ছেলে জাকারিয়া আহমদ।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত শুক্রবার রাতে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিধি মোতাবেক তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।