ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৭:১৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় মাছের সাথে শত্রুতা, রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসায়।

মৎস্য খামারি এনামুল হক বলেন, গত দুই বছর আগে লিজকৃত পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। গভীর রাতের দিকে বিষ প্রয়োগ করে আমার পুকুরের সব মাছ নষ্ট করে ফেলেছে। এতে আমার লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। রুই, কাতলা, শোল মাছ সহ নানা প্রজাতির মাছ চাষ করে থাকি। শুধু এই বছরেই নয়, গত বছরেও এভাবে বিষ প্রয়োগ করেছিল আমি এর কোন সুবিচার পায়নি। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মঈনুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরে তাৎক্ষণিক আমাদের পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।