ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৭:৪৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ভারতের শাসকশ্রেনীর বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বেলা ১২টায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভারত এবং বাংলাদেশের উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে দুই দেশের জনগনকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক এডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, জাহিদুল হক সহ আরো অন্যরা।

এ সময় বক্তারা বলেন, সরকারের ব্যার্থতার কারনে দেশে উগ্র মৌলবাদী গোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ মাজারে হামলা করেছে। সরকার ব্যার্থতার পরিচয় দিলেও দেশের জনগন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করছে। কিন্তু ভারতের শাসকশ্রেণির পৃষ্ঠপোষকতায় সেদেশের প্রচার মাধ্যম অতিরঞ্জিত এবং মিথ্যা সাম্প্রদায়িক হামলার খবর প্রচার করে ধর্মীয় উন্মাদনা তৈরী করে বাংলাদেশ বিদ্বেষী মনোভাব সৃষ্টি করছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে। নেতৃবৃন্দ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যার্থতা এবং ভারত সরকারের অশুভ তৎপরতার তীব্র প্রতিবাদ জানান।

সেই সাথে বক্তারা দুই দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে শাসকগোষ্ঠীর অশুভ তৎপরতা এবং উগ্র মৌলবাদীদের মোকাবেলা করার আহবান জানান পাশাপাশি গার্মেন্টস এবং ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়াসহ অবিলম্বে সিন্ডিকেট ব্যাবসায়ীদের গ্রেপ্তার করে নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণর দাবি জানান।