ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মেঘনায় বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ১০:১৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গজারিয়া উপজেলার মেঘনা নদী এলাকা বেষ্টিত চর কালিপুরা মৌজার ষোলআনী, বেরু মোল্লাকান্দি, কালিপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীর ঘেষে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে তিন ফসলি কৃষি জমি মেঘনা নদীতে বিলীন হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়ন এর ষোলআনী, বেরুমোল্লা কান্দি গ্রামবাসী তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষায় জমায়েত হন। ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান পরিদর্শনে আসলে এলাকাবাসি তাদের সমস্যার বিষয়টি তুলে  ধরেন।

এ সময় তারা সাংবাদিকদের বলেন, দিনে চগরাতে ড্রেজার দিয়ে নদীর তীরের কয়েকশো বিঘা জমি কেটে আমাদের সর্বশান্ত করছে। আমরা এর ক্ষতিপূরন দাবী করছি। 

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, অবৈধ ও রাতের আধারে বালি কাটার বিষয়ে প্রশাসনের সাথে কথা বলে বালু কাটার বিষয়টি দ্রুত বন্ধ করার ব্যবস্থা করবো ।