ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ধুনটে একাধিক মাদক মামলার দুই আসামিকে ফের গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ১০:৪২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ৭ ডিসেম্বর দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট উপজেলার বেলকুচি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাসান আলী (৩২) ও কাহালু উপজেলার নরহট্র ইউনিয়নের শিলকওড় গ্রামের মৃত মোহাম্মদ আলী বাদশার ছেলে আব্দুল মোমিন (২৮)। বিভিন্ন থানায় দুজনের নামেই একাধিক মাদক মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য পুলিশের একটি টিম ধুনট বাজার জিরো পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর ইউনিয়নের বেলকুচি পূর্বপাড়া এলাকার হাসান আলী নামের এক ব্যক্তির বাড়িতে মাদকদ্রব্য বেচাকেনার জন্য দুইজন ব্যক্তি অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ সদস্যরা দুজনকে আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশির করে হাসান আলীর কাছ থেকে ৩ গ্রাম ও আব্দুল মোমিনের কাছ থেকে ২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন জব্দ করে। পরে তাদের জিজ্ঞেস করলে জানান, দীর্ঘদিন ধরে দুজন যোগসাজশে দেশের বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিজ নিজ হেফাজতে রেখে বিভিন্ন ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছে। পুলিশ আরও জানায়, তারা দুইজনই চিহ্নিত মাদক কারবারি। দুজনই একাধিক মাদক মামলা চার্জশিট ভুক্ত আসামি।

গ্রেপ্তারকৃত হাসান আলীর নামে ধুনট থানায় ৬টি শেরপুর থানায় ২টি সিরাজগঞ্জের কাজিপুর থানায় ১টি সহ মোট ৯টি মাদক মামলার আসামি ও আব্দুল মোমিনের নামে কাহালু থানায় ১টি মাদক মামলা রয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, হেরোইন সহ একাধিক মাদক মামলার দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আরেকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।