ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় জয়িতা সংবর্ধনা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৬:৫৪ পিএম

উল্লাপাড়ায় জয়িতা সংবর্ধনা

ছবি: রূপালী বাংলাদেশ

“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে এবছর ৫ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি)  শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এবছর উপজলো পর্যায়ে সফল জননী ক্যাটিগরিতে চক চৌবিলা গ্রামের সোহাগী রানী শীল, অর্থনৈতিক ভাবে সফল ক্যাটিগরিতে ঝিকিড়া গ্রামের আসমা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে  কালিগঞ্জ গ্রামের খালেদা সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্যাটিগরিতে ঝিকিড়া গ্রামের নুরুন্নাহার পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য বেতবাড়ী গ্রামের মোছাঃ ছাবিনা ইয়াসমিন শিল্পীকে জয়িতা নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে অতিথিরা জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুল তুলে দেন।

আরবি/জেডআর

Link copied!