শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৯:৩৪ পিএম

ফেনীতে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৯:৩৪ পিএম

ফেনীতে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা

ছবি: রূপালী বাংলাদেশ

ফেনীতে বেগম রোকেয়া  দিবসে বিভিন্ন ক্যাটগরিতে জেলার শ্রেষ্ঠ ৫ জন নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে  ৯ ডিসেম্বর দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ২০২৪ এর কর্মসূচি অংশ হিসেবে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, নারীদের সম্মান দিতে হবে। তারা সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। কিন্তু বর্তমানে নির্যাতন নিপিড়ীত শিকার হচ্ছেন তারা । সেটিকে কেন্দ্র করে একটি মধ্যস্থতা মহল শালিসি বানিজ্য করেন। সেখানেও তারা ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের ঘটনা হলে আপনেরা আমাদের অবহিত করবেন। আপনাদের পাশে থাকবো। এবং সর্বোচ্চ সহযোগিতা করা হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।

এ সময় তিনি পরিবারদের উদ্দেশ্য বলেন, ছেলে সন্তানের পাশাপাশি মেয়েদের সুশিক্ষিত করতে হবে। যাতে করে কেউ যেন  পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। যে দেশের মধ্যে শিক্ষার হার বৃদ্ধি পায় সে দেশটি তত উন্নত হয়। তাই  শিক্ষার কোন বিকল্প নেই।

মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাসরিন আক্তারের সভাপতিত্বে ও  জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সবুজ বাংলা এনজিও সংস্থা  নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ ৫ জন নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জয়িতা অজর্নকারী হলেন, ফরিদা আক্তার, সমাজ উন্নয়নে অসমন্ন অবদানে বেগম লুৎফর নাহার, অর্থোপার্জনে অবদানে ফারহানা বক্তার লাকি, সফল নারী হিসেবে  রওশান আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করায় রোকসানা আক্তারসহ ৫ জন শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধিত হন। এতে  সম্মাননা স্মারক,  সনদপত্র, উপহার  ও ফুলের তোড়া দিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া  হয়।

আরবি/জেডআর

Link copied!