ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

যশোরের ঝিকরগাছায় জয়িতাদের সংবর্ধনা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ১১:৩৫ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সভাপতিতে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার মহিলা অধিদপ্তরের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) শফিউল আজম রুমী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুলর রহমান খান, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, তথ্য আপা রোকসানা সুলতানা, দুদকের উপজেলার সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলার ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, সাংবাদিক এমআর মাসুদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।

অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরীতে ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার দেয়া হয়। সমাজ উন্নয়নে অসামান্য আবদান রেখে যে নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন পৌর সদরের সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের অধ্যক্ষ কথাসাহিত্যিক মাসুমা মিম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আসফিয়া আফরোজ, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা জুলিয়া সুকায়না, সফল জননী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের মনজুয়ারা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন, গদখালী ইউনিয়নের গদখালী গ্রামের তাহুরা খাতুন।