এফআইএইচ হকি ম্যান`স জুনিয়র বিশ্বকাপ ২০২৫ এ কোয়ালিফাই করা দলে নাটোর থেকে দাপটের সাথে খেলে ফেরা কৃতি দুই তরুন খেলোয়াড় তৈয়ব আলী ও শিমুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক আসমা শাহীন নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম। এসময় দুই হকি খেলোয়াড় এর বাবা উপস্থিত ছিলেন।
এদিকে তাদের নিজ গ্রামের এলিভেন স্টার মাঠ কমিটি ও হাতিয়ন্দহ গণগ্রন্থাগারের পক্ষ থেকে সদর উপজেলা ধরাইলে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধণা জানান হয়। হকি`র মত বিদেশী ব্যায়বহুল খেলা ধরে রেখে ছেলেদের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করার জন্য অভিভাবক পিতাদের ধন্যবাদ জানান আগত ক্রীড়ামোদীরা। স্থানীয় ক্রীড়া সংগঠকরা বলেন, ধরাইল মাঠে হকি শুরুর পর থেকে দুইজন খেলোয়াড় জাতীয় পর্যায়ে পৌছেছে। আগামীতে আরও খেলোয়াড় তৈরিতে কাজে সব ধরনের চেষ্টা চলমান থাকবে। বক্তারা তৈয়ব, শিমুলের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনূর্ধ ২১ হকি দলের খেলোয়ার তৈয়ব আলী স্মৃতি চারন করে বলেন, এই মাঠ আমাদের আতুর ঘর। মাঠ কমিটির দেয়া সম্মাননার, প্রতিদান আমরা খেলার মাধ্যমে দিতে চাই। সবার কাছে দোয়া চান তারা।