ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিজিবির অভিযানে দশ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:৫৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় দশ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুরিয়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি। দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে  সাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভোমরা থেকে ১১ বোতল ভারতীয় মদ খৈতলা থেকে  ৪৭০ পিস ভারতীয় ইয়াবা, তলুইগাছা থেকে ৬ বোতল, কাকডাঙ্গা থেকে  ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

এছাড়া ভোমরা থেকে  ২৭,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। তলুইগাছা মাঠ এবং চৌরঙ্গী মোড় হতে ১,০০,০০০ টাকার, কাকডাঙ্গা থেকে ৪,৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ভারতীয় শাড়ী হিজলদি থেকে  নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও, চান্দুরিয়া থেকে  ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত  মালামালের বর্তমান বাজার মূল্য  ৯,৬৩,৫০০/- (নয় লক্ষ তেষট্টি হাজার পাঁচশত) টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।