ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেনীতে আইএইচআরসি‍‍`র স্মারকলিপি

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৬:২৩ পিএম

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেনীতে আইএইচআরসি‍‍`র স্মারকলিপি

ছবি: রূপালী বাংলাদেশ

ভারতের উগ্রবাদীরা গত কয়েকদিন ধরে বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করার প্রতিবাদে ফেনী জেলা প্রশাসক মো সাইফুল ইসলামকে স্মারকলিপি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ফেনীর নেতৃবৃন্দ। আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় এ স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ফেনী জেলা শাখার সমন্বয়ক অ্যাড. শাহজালাল ভুঁইয়া (সবুজ), সদস্য অ্যাড. লায়লা আঞ্জুমান আরা, আবদুল্লাহ আল মামুন জুয়েল, এএসএম ফখরুদ্দিন ভুঁইয়া, লিয়া, রুবেল মনসুর, বোরহান, আশিক, মো. সুজন, মো. নাহিদসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ইসকনের সন্ত্রাসী কর্তৃক অ্যাডভোকেট আলিফকে হত্যা, আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতীয় উগ্রবাদী গোষ্ঠীর হামলা, বাংলাদেশের পতাকা অবমাননা, ফেনী দখলের হুমকির প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ফেনী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান উপদেষ্টা বরাবর এ স্মারক লিপি প্রদান করা হয়।

এছাড়াও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য ফেনীর সীমান্তবর্তী এলাকায় সেনা ক্যাম্প স্থাপনসহ নিরাপত্তা জোরদার বাড়ানোর দাবি জানানো হয়।

আরবি/ এইচএম

Link copied!