ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বাগেরহাটে লবনাক্ত-জলমগ্ন সহিষ্ণুজাতের ফসল চাষে প্রশিক্ষণ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৭:০৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় লবনাক্ত ও জলমগ্ন সহিষ্ণুজাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উন্নয়ন সংস্থা ‘আশা’র উদ্যোগে জেলার চিতলমারী উপজেলার কৃষি অফিসের হল রুমে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আশার জেলা সিনিয়র ব্যবস্থাপক মো. মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সিফাত আল মারুফ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মো. শামসুদ্দীন, কৃষিবিদ সুকেশ গোলদার।

প্রশিক্ষণের সার্বিক সহযোগীতায় ছিলেন- আশার চিতলমারী আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার শংকর লাল পাল, সি,বি,এম বিশ্বজিৎ সরকার ও এ,বি,এম মো. সাইফুজ্জামান খান।

কর্মশালায় জেলার ৩০ জন নারী ও পুরুষ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।