মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে খুলনার রূপসা এলাকা থেকে তৃতীয় লিঙ্গের দুই সদস্যসহ চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলামিন শেখ (৩২), মিনা বেগম (২৮), পরীমনি হিজড়া (২১) ও বোগা হিজড় (২২)।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেল তিনটার দিকে রূপসা-মংলা মহাসড়কের কুদির বটতলা নামক এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
এ সময় আটক আলামিনের দেহ তল্লাশি করে ৩০০টি ইয়াবা ট্যাবলেট, মিনা বেগমের নিকট থেকে ৩০০টি, পরিমণি হিজড়ার নিকট থেকে ৪০০টি এবং বোগা হিজড়ার নিকট থেকে ১৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অধিদপ্তরের উপ-পরিদর্শক জিন্নাত আলী শেখ বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন।
আপনার মতামত লিখুন :