ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

নান্দাইলে লাউ শাক চাষ করে লাভবান কৃষক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:৪৭ পিএম

নান্দাইলে লাউ শাক চাষ করে লাভবান কৃষক

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলের কৃষক বাণিজ্যিকভাবে লাউ শাক চাষ করে লাভবান হচ্ছেন। জমিতে লাউ শাকের চাষাবাদ করে অল্প সময়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তারা। লাউ শাক চাষিদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।

শীতকালীন শাকসবজি হিসেবে লাউশাক বা লাউয়ের চাহিদা প্রচুর। আর লাউ শাক সবার কাছে বেশ জনপ্রিয়। বাজারে লাউ শাকের প্রচুর চাহিদা রয়েছে। তাই কৃষক লাউ শাক চাষে মনোযোগী হয়েছেন।

অল্প সময়, কম পুঁজি এবং অধিক লাভের আশায় লাউ শাক চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। এছাড়া স্থানীয় বাজারে লাউ শাকের রয়েছে প্রচুর চাহিদা। লাউ শাকের বাজার দরও বেশ চড়া। তাই অধিক মুনাফার আশা করছেন কৃষকরা।

উপজেলার চরবেতাগৈর ইউনিয়নে ব্যাপক লাউ শাকের আবাদ হয়েছে। চরশ্রীরামপুর গ্রামের কৃষক আবু তালেব ইয়াসিন ৪০ শতক জমিতে লাউ শাক চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ২ হাজার টাকা। এখন পর্যন্ত বিক্রি করেছেন ৪০ হাজার টাকার লাউ শাক।

কৃষক আবু তালেব বলেন, আমি ৪০ হাজার টাকার লাউ শাক বিক্রি করছি। আরও ২০ হাজার টাকার লাউ শাক বিক্রি করতে পারবো। মাঘ মাস পর্যন্ত শাক বিক্রি করতে পারবেন বলে তিনি জানান।

চরশ্রীরামপুর গ্রামের মুনজু ২০ শতক, সোবহান ২০ শতক, হাসিম উদ্দিন ১৫ শতক জমিতে লাউ শাক চাষ করেছেন। মুনজু ২০ শতক জমি থেকে ১৫ হাজার, সোবহান ২০ শতক জমি থেকে ১৩ হাজার এবং হাসিম উদ্দিন ১৫ শতক জমি থেকে ১০ হাজার টাকার শাক বিক্রি করেছেন।

কৃষকরা জানান, একবার লাউ গাছের আগা কেটে নিলে প্রতিটি লাউ গাছে আবারো দুই থেকে তিনটি করে শাখা বের হয়। সেটাও কেটে বাজারে বিক্রি করেন তারা। বর্তমান বাজারে দুটি লাউয়ের ডগা ৩০ টাকা করে বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা বলেন, লাউ শাক চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। অল্প খরচে লাউ শাক চাষে লাভ বেশী, তাই কৃষক লাউ শাক চাষে ঝুঁকছেন। নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নে লাউ শাকের ব্যাপক আবাদ হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!