ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
প্রশংসায় ভাসছেন নারী ডিসি

চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০৩ কর্মকর্তাকে লটারিতে বদলি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৭:২৬ পিএম

চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০৩ কর্মকর্তাকে লটারিতে বদলি

ছবি: রূপালী বাংলাদেশ

প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে স্বচ্চতা আনতে ১০৩ কর্মকর্তাকে লটারির মাধ্যমে বদলি কার্যকর করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রথমবারের মতো ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলির পদক্ষেপ নিয়ে প্রশংসিত হলেন চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা পশাসন কার্যালয়ে বদলিজনিত এই লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে পদায়ন হওয়া কর্মকর্তার মধ্যে রয়েছেন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জানা যায়, বর্তমান কর্মস্থলে কর্মকাল তিন বছর অতিক্রম করেছে এমন কর্মকর্তাদের বদলি জেলা প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়া। তবে অনেক কর্মকর্তাই আছেন যারা তার পছন্দমত জায়গায় পোস্টিং নিতে বিভিন্নভাবে তদবির ও আর্থিক সুবিধা প্রদানের চেষ্টা করেন।

জানতে চাইলে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চট্টগ্রামে যোগদানের পরই আমি ঘোষণা দিয়েছিলাম আমার সর্বাত্বক চেষ্টা থাকবে জেলা প্রশাসন কার্যালয়কে দুর্নীতিমুক্ত করে স্বচ্ছতা নিশ্চিত করার। তারই ধারাবাহিকতায় লটারির মাধ্যমে পদায়ন শুরু হলো।

তিনি বলেন, আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হলো। আমরা আশা করছি, পদায়িত কর্মকর্তাগণ মানুষকে আন্তরিকতার সাথে সেবা প্রদান করবেন।

তিনি আরও বলেন, ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করার মধ্য দিয়ে আমার স্বচ্ছতা নিশ্চিতের যে যাত্রা শুরু হয়েছে তা আগামীতেও থাকবে।

জেলা প্রশাসকের ব্যতিক্রমী বদলির উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বদলি হওয়া বেশ কয়েকজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, যাদের খুটির জোর বেশি তারা পছন্দের জায়গায় বদলি  পান। কিন্তু আমরা এমন অনেকেই আছি যারা বছরের পর বছর ভালো কোনো জায়গায় পোষ্টিং পাইনি। জেলা প্রশাসক মহোদয় বদলি বাণিজ্য ঠেকাতে যে উদ্যোগ নিয়ে তা অতুলনীয়।

পদায়ন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা।

আরবি/ এইচএম

Link copied!