ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৭:৩০ পিএম

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদিন (৪৩) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। 

বৃহস্পতিবার দুপুর দেড়টায় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী থেকে দোগাছি যাওয়ার রাস্তায় পারদেশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত হোটেল ব্যবসায়ী জয়নাল আবেদিন দুওসুও ইউনিয়নের সনগাঁও কুয়াটোল গ্রামের মৃত আব্দুল বাসেদের ছেলে। চৌরঙ্গী বাজারের হোটেল ব্যবসা আছে জয়নালের। 

আহত মাজেদুল ইসলাম জানান, লাহিড়ী বাজার থেকে ডিম কিনে জয়নালকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে বাড়ীতে ফিরছিলাম। পিছন থেকে এক্সিভেটর বহনকারী ট্রাক্টর ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমি কোনমতে বেঁচে গেছি।

এ ঘটনার পর এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!