ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

যাত্রাবিরতি দাবিতে ট্রেন আটকে অবরোধ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৮:০৭ পিএম

যাত্রাবিরতি দাবিতে ট্রেন  আটকে অবরোধ

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় রেলওয়ে স্টেশন থাকলেও দাঁড়ায় না আন্ত:নগর ট্রেন। যাত্রাবিরতির জন্য দফায় দফায় দাবি জানানোর পরও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। সবশেষ রেলওয়ে স্টেশনে আসা ট্রেন থামিয়ে অবরোধ করেন সাধারণ মানুষ। তাদের দাবি, সুখানপুকুর স্টেশনে আন্তঃনগর সব ধরনের কমিউটার ট্রেন যাত্রাবিরতি করতে হবে। সংশ্লিষ্টদের আশ্বাসে আধাঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে দোলনচাঁপা নামের আন্ত:নগর ট্রেন থামিয়ে রেললাইন অবরোধ করা হয়। এতে ১৫ মিনিট ধরে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আদমদীঘির সান্তাহার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কমিউটার ট্রেন সুখানপুকুর স্টেশনে অবরুদ্ধ অবস্থায় ছিল। স্থানীয় লোকজন অবরোধ তুলে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকা ট্রেন গন্তব্যে রওনা দেয়।

অবরোধকারীরা জানান, সুখানপুকুর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বছরখানেক আগে ধরে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দফায় দফায় দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবির বিষয়ে জানানো হয়েছে। কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এজন্য স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে অবরোধ করছেন। এবার অন্তত টনক নড়বে এবং গুরুত্ব দিবে বলে আশা করছেন অবরোধকারীরা।

সুখানপুকুর রেলওয়ে স্টেশন মাস্টার আরাফাত হোসেন বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে তারা স্টেশন চত্বরে আন্ত:নগর ট্রেন থামিয়ে অবরোধ শুরু করে। দোলনচাঁপা কমিউটার ট্রেনটি পঞ্চগড়-লালমনিরহাট অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সাথে সাথেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টাঙিয়ে রাখে। তারা সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হয়েছেন। পদক্ষেপ নেওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। 

আরবি/জেডআর

Link copied!