সাজানো বইয়ের সেলফে হরেক রকম বইয়ের সমাহার। রুচিসম্মত একটি কক্ষ। যেখানে নিরিবিলি পরিবেশে বই পড়ার জন্য একটি আদর্শ জায়গা। কুষ্টিয়া শহর থেকে প্রত্যন্ত অঞ্চল দৌলতপুর উপজেলার বাড়াগাংদীয়া এলাকার নিভৃত পল্লীতে গড়ে তোলা হয়েছে এই লাইব্রেরিটি। গ্রামের মানুষের জন্য বই পড়ার আগ্রহ সৃষ্টি করতেই এই চমৎকার আয়োজন করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. এসএম মুসা কবির।
তিনি জানান, বই হলো আত্মার ঔষুধ। সৃষ্টিশীল চিন্তা, মেধা ও মননের উৎকর্ষ সাধনে বইয়ের কোন বিকল্প নেই। তাই এটি শুধু একটি লাইব্রেরী নয়, বুকের কোণে বহুকাল ধরে পুষে রাখা একটি স্বপ্নের নাম, একটি ভালবাসার নাম।
তিনি মনে করেন, বই পড়ে জগৎ আলোয় আলোয় ভরে ওঠে। আর আমার এই ছোট্ট স্বপ্নটা দৈর্ঘ্যে-প্রস্থে আরো বড় হোক সেই প্রত্যাশা করি।
এলাকার তরুণ অনিক মাহমুদ জানান, এতো সুন্দর পরিবেশে বই পড়তে পেরে আমাদের খুব ভালো লাগে। আমরা বন্ধুরা মিলে এখান থেকে বিভিন্ন ধরনের বই পড়ে অনেক কিছু শিখতে ও জানতে পারি।
তারা জানান, নিজ গ্রামের প্রতি ভালোবাসার বহি:প্রকাশ হিসেবে এখানে এই লাইব্রেরিটি করা হয়েছে। এতো সুন্দর আয়োজন করার জন্য ডা. মুসা কবিরকে ধন্যবাদ।
আপনার মতামত লিখুন :