ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চেয়ারম্যানের সিল ও সই জাল করায় কারাদন্ড ও জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৩:২৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান তুষারের সিল ও সই জাল করে ওয়ারিশ সনদ তৈরির অপরাধে রাসেল মিয়াকে (৩৭) সাত দিনের কারাদন্ড এবং মো. নাজিমুদ্দিনকে (৩১) এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে পান্টি বাজার এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাঁদের এ দন্ড দেন।

জালিয়াতি ও পর্নোগ্রাফি আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালত পরিচালনায় সহযোগীতা করেন পান্টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মফিজ উদ্দিন। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের শামসুল আলমের ছেলে রাসেল মিয়া ও আবুল হেসেনের ছেলে মো. নাজিমুদ্দিন।

আদালত সুত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নাজিমুদ্দিনের নামজারী শুনানী ছিল। তিনি পান্টি বাজারের রাসেল মিয়ার কম্পিউটার দোকান থেকে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরর সিল ও সই জাল করে একটি ওয়ারিশ সনদ তৈরি করে শুনানীতে জমা দেন। সনদটি সন্দেহজনক হওয়ায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে জাল সনদের সত্যতা পাওয়া যায় এবং রাসেল মিয়ার কম্পিউটারে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেলকে সাত দিনের কারাদন্ড এবং নাজিমুদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, এক ইউপি চেয়ারম্যানের সিল-সই জালিয়াতি করায় এবং কম্পিউটারে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করায় একজনকে সাত দিনের কারাদন্ড এবং একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।