ঠাকুরগাঁও সুগার মিলের ৬৭তম আখ মাড়াই মওসুমের উদ্বোধন করা হয়েছে। এই মওসুমে ৬ হাজার ২১০ মেট্রিক টন চিনি উতপাদনের সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে মিলের কেইন ক্যারিয়ারে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৪-২৫ মৌসুমে ৬৫-৭০ দিন মিল চালানোর পরিকল্পনা রয়েছে। এই সময়ে ৮৫ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৮ হাজার টন বেশি। পুরো আখ মাড়াই করা সম্ভব হলে ৬ হাজার ২১০ টন চিনি উৎপাদনের আশা করছে কর্তৃপক্ষ।
এ বছর ৬ হাজার একর জমিতে আখ চাষ হয়েছে এবং পরবর্তী মৌসুমে ৭ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :