ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ১০:২৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা নাজমুল ইসলাম, অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া। 

জেলার ১৩টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা এই দ্বি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন।