গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর বক্তব্য রাখেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।