ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইল শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৩:৫০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে প্রথমে রাষ্ট্রের পক্ষে ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক শরীফা হক।

এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার পক্ষে প্রশাসক মো. শিহাব রায়হান শ্রদ্ধাঞ্জলি জানান। এছাড়াও জেলার  বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

 শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।