ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁওয়ে শীতার্ত ঘুমন্ত মানুষের উপর উষ্ণতার ছোঁয়া

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৪:০৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গভীর রাতে বিভিন্ন এলাকায় ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় ভাবঘুরে ঘুমন্ত মানুষ ও শীতার্ত এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী, দুওসুও এবং ভানোর ইউনিয়নের রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় ঘুমন্ত মানুষ, এতিমখানা ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ মোজাম্মেল হক, ও আনসার সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন জানান, কয়েকদিন ধরে শীত বেড়েছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, স্থানীয় এতিমখানা এবং রাস্তায় পাশে শুয়ে রাত্রিযাপন করা ভাবঘুরে শীতার্ত মানুষদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে সবগুলো এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে  বলে জানান তিনি।

বালিয়াডাঙ্গী উপজেলায় গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বেড়েছে। সকাল ১১টা পর্যন্ত সুর্যের দেখা যাচ্ছেনা।  শনিবার সকাল ৯টায় ঠাকুরগাঁও জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য,বালিয়াডাঙ্গী সহ জেলার সীমান্তবর্তী এলাকায় ঠান্ডার প্রকোপ তুলনামূলক বেশি।তাই সীমান্ত এলঅকার মানুষদের মাঝে যেন শীতবস্ত্র বিতরণ করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানান,ঠাকুরগাঁও জেলার অসহায় শীতার্ত কোন মানুষ যেন কষ্ট না পায় সেজন্য কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। ইতোমধ্যে সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।