সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণ করেছেন সর্ববস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ভরে যায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদি।
সকাল ৮টায় প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট। পরবর্তীতে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট জেলা প্রশাসক, সিলেট রেঞ্জ ডিআইজি পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিলেট মহানগর বিএনপি, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনগুলো বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে, দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সিলেট জেলা প্রশাসন। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে দেশ পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে পাক হানাদারদের দোসর আলবদর, রাজাকারদের সহায়তায় বুদ্ধিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশকে গণহত্যার শিকার হতে হয়েছিল। সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি ঘটানো হয় ১৪ ডিসেম্বর রাজধানী ঢাকার বুকে। নৃশংসতার এমন নজির আর কোথাও নেই। নারকীয় হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছিল সিলেটের বুদ্ধিজীবিদেরও।