ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মালয়েশিয়াগামী নারী পুরুষ ও শিশুসহ ৩০ ভিকটিম উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০২:৫২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার টেকনাফ থানাধিন সদর ইউপির দক্ষিণ লম্বরীর সাইফুলের বসত বাড়ি হইতে মালয়েশিয়াগামী নারী পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন ভিকটিম উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

উদ্ধারকৃত ভিকটিমদের মধ‍্যে পুরুষ-১৫ জন, মহিলা-৩, ছেলে শিশু-৭, মেয়ে শিশু-৫ জন সহ সর্বমোট ৩০ জন।

শনিবার দ্বিবাগত রাত ১২ টায় এ তথ‍্য নিশ্চিত করেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন।

তিনি জানান, টেকনাফ থানা এলাকায় নিয়োজিত মোবাইল-৭ ডিউটিতে নিয়োজিত এসআই মো. কামাল হোসেন তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টেকনাফ থানাধিন সদর ইউপিস্থ দক্ষিণ লম্বরী সাকিনের সাইফুল এর বসত বাড়ির সামনে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পায়ে কয়েক জন লোক দৌঁড়াইয়া পালিয়ে যায় এবং সাইফুল এর বসত বাড়ি হইতে পুরুষ-১৫ জন, মহিলা-৩জন, ছেলে শিশু-৭, মেয়ে শিশু-৫ জনসহ সর্বমোট ৩০ জন ভিকটিমকে উদ্ধার করেন। 

পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহসহ উক্ত ঘটনার বিষয়ে এজাহার প্রাপ্তি স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। পুলিশি নজরদারি অব্যাহত আছে।