বগুড়ার শাজাহানপুরে মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার ঘাষিড়া মাদ্রাসা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে নেশাজাতীয় মাদকদ্রব্য ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা- শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার রবিউল ইসলামের ছেলে শামীম সবুজ (২৪) এবং রাজশাহীর গোদাগাড়ী মাটিকাটা রেলগেট এলাকার মৃত রইছ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৫৮)। তাদের কাছ থেকে হেরোইন, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
বুধবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া মাদ্রাসা পুকুরপাড় সংলগ্ন দুবলাগাড়ী-মোস্তাইল সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শামীম পালানোর চেষ্টা করে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে হেরোইন কারবারের বিষয়টি স্বীকার করে। সেখানে মাদকদ্রব্য বিক্রির জন্য রিকশাযোগে আসে আশরাফুল। তাকেও আটক করে হেরোইনসহ দুজনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
আপনার মতামত লিখুন :