ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

নীলফামারীতে রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ডিসি

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৩:২২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাতের আঁধারে শীতার্তদের কষ্ট নিবারণে কম্বল নিয়ে নীলফামারীর খেটে-খাওয়া, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান।

শুক্রবার (২০ডিসেম্বর) মধ্য রাতে শহরের পুরাতন স্টেশন সহ বিভিন্ন এলাকায় একশত ছিন্নমূল‌‌ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।  রাতে শীতবস্ত্র পেয়ে খুশিতে খুশি এসব অসহায় মানুষ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র রায়।

শীতবস্ত্র পেয়ে স্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকা এনতা আলী নামে এক ব্যক্তি বলেন, শীতে রাতে ঘুমাতে অনেক কষ্ট হতো। অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যায়। কিন্তু আজকে স্যার আমাকে একটা শীতবস্ত্র দিয়েছেন। শান্তিতে ঘুম আজ থেকে।

জিকরুল নামে এক ব্যক্তি বলেন, অনেক মানুষের কাছে গিয়েছি কেউ আমাকে একটা শীতবস্ত্র দেয়নি। বরং ফিরিয়ে দিয়েছে। কিন্তু রাতের আঁধারে ডিসি স্যার কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমরা খুশি।

জব্বার মিয়া নামে এক রিকশাচালক বলেন, রোজগার করার পাশাপাশি যেখানে শীতবস্ত্র দিচ্ছে খবর পেলেই দৌড়ে যাই। কিন্তু শীতবস্ত্র আর পাই না। ডিসি স্যার আমাদের শীতবস্ত্র দিয়েছেন। এখন রাতে শান্তিতে ঘুমাতে পারব।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রূপালী বাংলাদেশকে বলেন, ‘উত্তরের জেলা নীলফামারীতে দিন যত যাচ্ছে শীতের প্রকোপ বাড়ছে। তাই খেটে-খাওয়া, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। প্রাথমিকভাবে আজকে আমরা একশত মানুষকে কম্বল দিয়েছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’