নওগাঁর মান্দায় বুড়িমা (বুড়িমাতার) মন্দিরের জমি দখল করে বৃক্ষরোপণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার শামুকখোল গ্রামের মৃত বিজন কুমার ঘোষের ছেলে অলোক কুমার ঘোষ ওরফে সুমন নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার শামুকখোল গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাগর হোসেন (৩৬), ভবানী মহন প্রামানিকের ছেলে সুজয় প্রামানিক (৪২), মবের আলীর ছেলে সেকেন আলী (৩৮) ও কাসেম সরদারের ছেলে মাসুদ রানা (২৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বিকেল পৌনে ৫টার দিকে অভিযুক্তরা জোটবদ্ধভাবে মন্দিরের জমি দখল করতে আসেন। এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসে বুড়িমা মন্দিরের জমি দখল করে ইউক্যালিপট্যাস গাছ রোপণ করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন বাধা প্রদান করলে তাদেরকে মারপিট করেন। এর কিছুক্ষণ পরে অভিযুক্তরা আবারো মদ্যমপান করে এসে অকথ্য ভাষায় গালিগালাসসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত শ্রী সুজয় প্রামানিকের সাথে কথা হলে তিনি জানান, উভয়পক্ষের হাতাহাতি দেখে তাদের নিকট এগিয়ে গিয়েছি। একপর্যায়ে তাদের গন্ডগোল ভেঙে দিই। কিন্তু আমি তাদের বিষয়ে কোন কিছু জানিনা। অযথা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে মন্দিরের পাশে সেকেন যে জমিতে বৃক্ষরোপণ করেছে সেই জমি আমার।
এ ব্যাপারে বুড়িমা (বুড়িমাতার) মন্দির কমিটির সভাপতি হরনাথ চৌধুরী বলেন, রাতের বেলা সেকেন, সাগর দলবল নিয়ে এসে মন্দিরের দখলে থাকা ১নং খতিয়ানের জমিতে হালচাষ করে জোরপূর্বক ইউক্যালিপট্যাসের গাছ লাগিয়েছে। প্রতিবাদ করায় তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে বেড়াচ্ছে। তদন্ত করে জমি উদ্ধারসহ দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ হয়েছে কিনা আমি জানি না। অভিযোগ যদি দিয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।