ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সদরপুরে অবৈধ ভাবে তেলের মিল দখলের চেষ্টা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:০০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়েসাত রশি বাজারে একটি তেলের মিল অবৈধ ভাবে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবলী বিশ্বাস প্রতিদিনের ন্যয় শনিবারও সকাল থেকে তার মিলের যাবতীয় কর্যক্রম করে আসছিলো। কিন্তু কোন কারন ছাড়াই বেলা ১১ টার দিকে শহিদুল ইসলাম সাহেব ও তার পরিবারের লোকজন তেলের মিলটি দখলের চেষ্টায় তার মিলের মধ্যে ঢুকে অবস্থান নেন এবং অশ্লিল ভাষায় গালিগাজ করেন। শিবলী বিশ্বাস তাদের মিল থেকে বেড় হতে বললে তারা মিল থেকে বেড় হবেন না বলে জানান। পরে শিবলী বিশ্বাস কোন উপায় না পেয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শিবলী বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে আমি আমার মিলটি পরিচালনা করে আসছি। মিলের যাবতীয় কাগজপত্র রয়েছে আমার কাছে। কিন্তু শহিদুল ইসলাম মাঝে মাঝেই আমার মিল দখল করার জন্য আসেন। আমার প্রতিষ্ঠানটি তার বলে দাবি করেন। এ বিষয়ে স্থানীয় ভাবে অনেক সালিস বিচার হয়েছে এবং একটি মামলাও চলমান আছে। তারা কোন বিচার সালিস মানে না।

ফারুক বিশ্বাস বলেন, আমাদের মিল নিয়ে শহিদুল ইসলাম দখলের পায়তারা করছে। আমাদের সম্পত্তিতে আমরা আছি। আমাদের সকল কাগজপত্র সঠিক। তাদের কোন কাগজপত্রই নেই। আমরা আমাদের মিল তাদের কারনে ভালো ভাবে চালাতে পারছি না।

স্থানীয়রা জানান, মূলত এ মিল ছিলো ইউসুফ বিশ্বাস এর। তিনি এই মিলটি পরে তার নাতি ফারুক বিশ্বাস এবং শিবলী বিশ্বাস কে দান করে যায়। এই মিলের মালিক এখন ফারুক বিশ্বাস ও শিবলী বিশ্বাস। এই মিল তারাই চালায়। এখন যারা এটা দখলের চেষ্টা করছে এটা পুরোই অযৌক্তিক।