কুষ্টিয়ায় বড়দিনে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকাল ৮ টায়, কুষ্টিয়া শহরের এনএস রোডে অবস্থিত সাধু যোহনের গীর্জায় এ প্রার্থনা শুরু হয়। প্রার্থনা চলে সকাল ১০ টা পর্যন্ত। প্রার্থনা পরিচালনা করেন কুষ্টিয়া কেন্দ্রীয় ডায়োসিসে পুরহীত রিচার্ড সরকার।
এ সময় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অনেকেই উপস্থিত ছিলেন। বড় দিন উপলক্ষে কুষ্টিয়ার গীর্জাটি কাগজের ফুল ও বেলুন দিয়ে বিশেষভাবে সাজানো হয়। এ ছাড়া আলোকসজ্জা করা হয়।
কুষ্টিয়া কেন্দ্রীয় ডায়োসিসে পুরহীত রিচার্ড সরকার বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। দিবসটি ঘিরে গির্জায় দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মানবতার কল্যাণে যিশু খ্রিস্টের শান্তির বানী ছড়িয়ে যাবে অন্তরে অন্তরে।
তিনি আরও বলেন, এই শুভ দিনে বেথলেহেমের এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোল আলো করে আসেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। খ্রিস্টধর্মীয় বিশ্বাস মতে, মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর জন্ম হয়। তাই তার জন্মদিনটিকে ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয়।