ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গাইবান্ধায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও চাল বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৬:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র চরাঞ্চলের দরিদ্র, শীতার্ত ১ হাজার পরিবারের মাঝে কম্বল ও চাল বিতরণ করছেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। গাইবান্ধার বালাসী ঘাটের ট্রাক টার্মিনাল চত্ত্বরে আজ বুধবার সকালে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ আয়োজনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের শীতার্ত ১ হাজার দরিদ্র ও দু:স্থ পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল ও ১টি করে কম্বল বিতরন করা হয়।

এ সময় সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব দুস্থ চরাঞ্চালের দ্ররিদ্র জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের নিজস্ব অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকল নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন।

এসব বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌ বাহিনী পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী নাদিয়া ইসলাম। তার সাথে উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর অধিনায়ক উইং কমান্ডার ইস্তেখাব চৌধুরী, সেবাবাহিনীর লে. কর্ণেল মোশারফ হোসেন, র‌্যাবের এডিশনাল এসপি আনিস উদ্দিন, নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের আরাফাত ইসলাম সহ অন্যরা ।