ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

দুপচাঁচিয়ায় চুরি যাওয়া বৈদ্যুতিক ৩ ট্রান্সফরমারসহ গ্রেপ্তার ২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৮:৩০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া পুলিশের অভিযানে চুরি যাওয়া বৈদ্যুতিক ৩টি ট্রান্সফরমার সহ দুইজনকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায় যে, দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাট সাজাপুর উত্তর পাড়ার হারেজ আলী প্রামানিক, পিতা-মৃত খয়বর আলীর একটি গভীর নলকূপ স্কিমের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতির ১ এর অনুমোদিত সংযোগ লাইনে ১০ কেবি তিনটি ট্রান্সফর্মাসহ নলকূপে মটরের সংযোগ লাইনে বেশকিছু পরিমাণ তারসহ গত ২২ ডিসেম্বর ভোর রাতে চুরি হয়ে যায়। যাহার  আনুমানিক মূল্য ২ লাখ ৪২ হাজার টাকা।

উক্ত হারেজ আলী সহ ওই স্কিমের অনেক জমির মালিকেরা দুপচাঁচিয়া থানায় এসে একটি এজাহারনামা দায়ের করে। এজাহারের সত্যতা যাচাই করে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে দুপচাঁচিয়া থানাধীন বানিয়া দীঘি এলাকার বাবুর ছেলে নয়ন (২৪) ও গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানার গোপালপুর গ্রাম, বর্তমানে বানিয়া দিঘী গ্রামে বসবাসরত মৃত-আব্দুল ফকিরের ছেলে মনোয়ার হোসেন বাদল (২৮)কে চুরি যাওয়া তিনটি ১০ কেবি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তারসহ গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয় বলে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।