ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের সঙ্গে ট্রাক্টর লড়ি সংঘর্ষ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে বাসুটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই আরিজ শিকদার জানান, ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছে। লড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা গামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন স্টেশন থেকে ছেড়ে আাসার পর গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া এলাকায় বালুভর্তি ট্রাক লড়ি রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ট্রাক লড়ি দুমড়ে মুচরে যায়। সংঘর্ষে কমপক্ষে পাঁচ যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে মো. জাকারিয়া (৪০) নামে এক ট্রেন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ট্রেন যাত্রীর বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামে।
গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম জানান, আহত ট্রেন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।