ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বগুড়ায় ইউএনও অফিসে আগুন, বিকট শব্দে ছুটলেন প্রহরী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৭:২০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

হঠাৎই বিকট শব্দে ছুটে যান নৈশপ্রহরী। ইউএনও অফিসের বাইরে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হলেও দরজা ছিল বন্ধ। সরকারি অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসসহ আসবাবপত্র পুড়ে গেছে। গত সোমবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে ডাকা হয় ফায়ার সার্ভিস। ততক্ষণে আসবাবপত্র পুড়ে অন্তত ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় অফিসের আশপাশে সন্দেহভাজন কাউকে দেখা যায়নি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন শিবগঞ্জের ইউএনও তাহমিনা আক্তার।

নৈশপ্রহরী সুমন ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎই ইউএনও অফিসে বিকট শব্দ হলে তিনি ছুটে যান। অফিসের দরজা বন্ধ ছিল, ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। আগুন লাগার বিষয়টি নিশ্চিত হয়ে কর্মকর্তাকে অবগত করেন। আশপাশে কোনো সন্দেহভাজন লোক দেখা যায়নি। অফিসের ভেতর ঢুকে আগুন জ্বলতে দেখে নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন প্রহরী। 

শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা সামছুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের চেষ্টায় স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। অফিসের কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তদন্ত চলছে, আগুনের সুত্রপাত নিশ্চিত বলা যাচ্ছে না।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, আগে থেকেই অফিসে বৈদ্যুতিক লাইনের সমস্যা ছিল। সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা তাঁর। এরপরও তদন্ত করা হচ্ছে, দূর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে থাকলে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।