মোবাইল কোর্টে জব্দ ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৪:২২ পিএম

মোবাইল কোর্টে জব্দ  ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার তালতলী মাছ বাজারে ৮ মণ ওজনের নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে জব্দ করেছে। মোবাইল কোর্ট পরিচালনা কালে মাত্র ৪০ কেজি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা মাছ তালতলী বন বিভাগকে বিনষ্ট করতে নির্দেশ প্রদান করা হয়।

জানা গেছে, গত তিন চার দিন পূর্বে সাগরে বড়শীতে ৮ মণ ওজনের এই শাপলাপাতা মাছটি ধরা পড়ে। তালতলীর জব্বার নামের এক মাছ ব্যবসায়ী জেলেদের কাছ থেকে কিনে স্হানীয় বাজারের সততা ফিশ আড়ৎদার মজিবর রহমানের কাছে নিয়ে আসে। তিনি গত দুই দিন ধরে মাছটি চারশত টাকা কেজি করে বিভিন্ন পাইকারদের নিকট সাতানব্বই হাজার টাকায় বিক্রি করে। আজ ২ ডিসেম্বর সকালে বিক্রি করার সময় মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বিক্রেতা মাছ ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে আড়ৎদার মজিবর রহমান মুঠোফোনে জানান, এর আগে এই ধরনের শাপলাপাতা মাছ মাইকিং করে বিক্রি করেছি। এটি অবৈধ এবং নিষিদ্ধ মাছ তার জানা ছিলোনা। তিনি বলেন গোপনে পাইকারদের কাছে ৪০০ টাকা দরে বিক্রি করি। তারা তালতলীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করি। আজ বৃহস্পতিবার বিক্রি করার সময় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতে আসলে তিনি বাজার থেকে সটকে পড়েন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা এ বিষয়ে জানান, গত দুই দিন আগে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তালতলী বাজারে ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ বিক্রি হবে। আমাদের উপস্থিতি টের পেয়ে মাছ নিয়ে পালিয়ে যায়। আমি সেখানে লোকজন পাহাড়ায় বসিয়ে রাখি। আজ বৃহস্পতিবার সকালে তালতলী বাজারে বিক্রি কর হচ্ছে সংবাদ পেয়ে উপজেলা মৎস বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করি। সেখান থেকে ৪০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করি। এসময় মাছ বিক্রির সঙ্গে পাওয়া যায়নি। পরে আমি জব্দ করা মাছ বন বিভাগকে বিনষ্ট করার নির্দেশনা প্রদান করি।

আরবি/জেডআর

Link copied!