নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে মিছিল বের করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় মিছিলে অংশ নেওয়ারা। পরে জেলা সদরের নাগড়া এলাকায় একটি বাড়ি থেকে ছয়জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, নেত্রকোনার বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্ন স্লোগানে ঝটিকা মিছিল বের করে। প্রথমে পুলিশ মিছিলের কাছাকাছি পৌঁছালে তারা পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগ নেতা চিন্ময় সরকার, সন্দীপ সরকার, জয় সাহা, সিন্ধ বণিক বিশাল, রাহুল রায় ও লোকমান হোসেনকে নাগড়া এলাকা থেকে আটক করা হয়। তারা আটকের সময় আলতাফ চৌধুরীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতঙ্কিত করতে মিছিল বের করেন। আটক আসামিসহ অন্যান্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।