বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সুঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এসএম মাহবুব সোবহান বিদ্যুৎকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এসএম মাহবুব সোবহান বিদ্যুৎ উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী পূর্বপাড়া এলাকার মৃত. আব্দুস সোবহানের ছেলে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার আসামি এসএম মাহবুব সোবহান বিদ্যুৎকে আজই আদালতে প্রেরণ করা হবে।