ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরায় মসজিদের স্ক্রিনে লেখা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৯:১৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা জেলায় ঘাপটি মেরে থাকা স্বৈরাচার আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, সাতক্ষীরা জেলার কলারোয়া মসজিদের ডিজিটাল লাইটে আজ সোমবার ৬ জানুয়ারি মাগরিবের নামাজের পরে ইউরেকা জামে মসজিদে তাদের নামের স্থলে ডিজিটাল সাইনবোর্ডে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লেখা উঠতে দেখা যাচ্ছে। এ ঘটনায় এলাকায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ইউরেকা জামে মসজিদের ইমাম বলেন, কে বা কারা মসজিদের ডিজিটাল সাইনবোর্ড হ্যাক করে এই অবৈধ কাজ করেছে। তিনি এবং মসজিদের মুসল্লীরা প্রশাসনের নিকট তদন্তপূর্বক এর সুষ্ঠু বিচার দাবি করেন।