ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বাগেরহাটে ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৩:৫২ পিএম

বাগেরহাটে ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬

ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাটের মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ কেজি অবৈধ হরিণের মাংসসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড বুধবার ৮ জানুয়ারি সকালে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি দুপুর ২টায় বিসিজি বেইজ মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংসসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে স্টেশন কর্মকর্তা ঢাংমারী ফরেস্ট অফিস, চাঁদপাই এর নিকট হস্তান্তর করা হয়।

আরবি/জেডআর

Link copied!