ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কৃষকের জমি দখল, পদ গেল যুবদল নেতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৬:৪৭ পিএম
বহিষ্কৃত মহিউদ্দিন সোহাগ। ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে কৃষকের চরের জমি জোরপূর্বক দখলের অভিযোগে মহিউদ্দিন সোহাগকে যুবদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করে জেলা যুবদল।

বহিষ্কৃত সোহাগ রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। 

বুধবার (৮ জানুয়ারী) দুপুরে জেলা যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা শামছুল আহসান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা কমিটির এক জরুরি সভায় সাময়িক বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ড করায় জেলা কমিটির আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিংকন এ সিদ্ধান্ত কার্যকর করেন। 

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি যুবদল নেতা মহি উদ্দিন সোহাগ কানি বগার চরে কৃষকের জমি দখল করেন। তখন তিনি কয়েকজনকে হুমকিও দেয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে ভয়ে কৃষকরা নাম-পরিচয় প্রকাশ করতে অনাগ্রহ দেখিয়েছেন। 

তবে অভিযোগ অস্বীকার করে মহি উদ্দিন সোহাগ বলেন, চরের জমি দখল করতে নয়, নিজেদের জমি উদ্ধার করতে আমি চরে গিয়েছি। বহিষ্কারের বিষয়টি জানা নেই।