ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বেলাবোতে মোবাইল কোর্ট: ওজনে কারচুপির কারণে জরিমানা ও সরঞ্জাম জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৮:৫৫ পিএম

বেলাবোতে মোবাইল কোর্ট: ওজনে কারচুপির কারণে জরিমানা ও সরঞ্জাম জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

ওজন ও পরিমাপে কারচুপি রোধে বেলাবোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বাজারের বিভিন্ন দোকানের ওজন এবং পরিমাপ যন্ত্র পরীক্ষা করা হয়।

অভিযানে সুজন ট্রেডার্স-এর ওজনযন্ত্রে ত্রুটি পাওয়া যায় এবং প্রতি কেজিতে ১০ গ্রাম কম দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ত্রুটিযুক্ত যন্ত্রটি আদালতের নির্দেশে জব্দ করা হয়।

অভিযানের সময় বাজারে মাইশা এবং উৎসব ব্র্যান্ডের ফোর্টিফাইড সয়াবিন তেলের বোতলগুলোর পরিমাপে ঘাটতি দেখা যায়। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দোকানদারদের সতর্ক করে সঠিক মাপের তেল ক্রয় এবং বিক্রয়ের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এই মোবাইল কোর্টটি পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, নরসিংদীর বিএসটিআই আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো. শেখ রাসেল।

প্রশাসন জানিয়েছে, নিম্নমানের পণ্যের বাজারজাতকরণ এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআই-এর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

আরবি/এফআই

Link copied!