ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে গুলি, হাত বোমা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৪:৫২ পিএম

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে গুলি, হাত বোমা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি, ৮টি হাত বোমা, পাঁচটি ককটেল, দেশীয় অস্ত্রসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া সেনাবাহিনীর ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে ক্যাপ্টেন মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালায়। এ সময় জারিফ, সোহাগ ও জাহাঙ্গীর নামে তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের বাসায় তল্লাসি চালিয়ে ২টি বিদেশী পিস্তল, একটি বিদেশী এয়ারগান, ২টি দেশি সুটারগান, ৯ টি ককটেল, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৫টি ম্যাগজিন, ১১৮ রাউন্ড এয়াগানের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-পিয়ারপুর  ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের  দৌলতপুর উপজেলা  বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান (জিমি করিম বিশ্বাস), নজরুল করিম বিশ্বাসের ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহাগ আলী বিশ্বাস ও সাহেব আলী ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

আরবি/জেডআর

Link copied!