ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

চৌগাছায় প্রাইভেট কারসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৫:৩৪ পিএম

চৌগাছায় প্রাইভেট কারসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় ছিনতাইকালে জনগণের হাতে তিন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের সাথে থাকা একটি প্রাইভেট কার, একটি পাসপোর্ট ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনার লবনচোরা থানার ছাচিবুনিয়া এলাকার মৃত আব্দুল্লাহ‍‍`র ছেলে ইমন (৩০), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমরান (৩২) ও মনির হোসেনের ছেলে সুমন ( ৩০)।

স্থানীয়রা জানায়, এদিন দুপুর দেড়টার দিকে বসুন্ধরা কল্যাণ ফাউন্ডেশনের এনজিওকর্মী আফরা গ্রামের হালিমা খাতুন তার অফিসের প্রায় আড়াই লাখ টাকা সোনালি ব্যাংক সলুয়া শাখা থেকে উত্তোলন করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে একটি কালো রঙের প্রাইভেট কার (যার নং- ঢাকা মেট্রো গ-৩১-৭৮৬১) এসে হালিমার হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ছিনতাই করে চৌগাছা বাজারের দিকে চলে যায়। মহিলাটির তাৎক্ষনিক ডাক-চিৎকারে লোকজন জড়ো হয়ে মশিউরনগর বাজারে ব্যারিকেড দিলে ছিনতাইকারীরা গাড়ি ঘুরিয়ে পুনরায় সলুয়া বাজারে এসে আটক হয়।

এ সময় স্থানীয় জনগণ ছিনতাইকারীদের ধরে মারধর ও প্রাইভেট কারটি ভাঙচুর করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে ছিনতাইকারী ও গাড়িটি জব্দ করে থানায় নেয়। তবে ছিনতাইকারী আটক হলেও ভুক্তভোগী হালিমার টাকা ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি বলেও জানা যায়।

এদিকে, ছিনতাই কাজে জড়িত প্রাইভেট কারটি এদিন সকালেই খুলনার সোনাডাঙা এলাকা থেকে ছিনতাই করে ওই তিন ছিনতাইকারী।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন ছিনতারকারী ও প্রাইভেট কারটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

আরবি/এইচএম

Link copied!